পঞ্চগড়ে স্বর্ণ সাদৃশ্য মুর্তি উদ্ধার
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
পঞ্চগড়ের বোদায় গতকাল (৭ ফেব্রুয়ারী) সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে বোদা থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান চালিয়ে স্বর্ণ সাদৃশ্য স্বরসতি মুর্তি উদ্ধার করেছে। যাহা স্ট্যান্ড হইতে দুই পা টাকনুর উপরে কাটা, মৃুর্তির দৈঘ্য ৬.৫০ ইঞ্চি, ষ্ট্যান্ডটি ৮ খুড়া বিশিষ্ট, ষ্ট্যান্ডের একটি খুড়ার মাথা কাটা, মুর্তিটির উরুতে ৩টি কাটা দাগ আছে, মুর্তির ওজন ৪৬ভরি ১২ আনা ৩ রতি ৯ পয়েন্ট, ষ্ট্যান্ডের ওজন ৩২ ভরি ৭ আনা, যার অনুমানিক মুল্য ৫১,৮৭,৮৮৭ টাকা।
এ সময় মুর্তি বিক্রির একটি চক্রের ১০ জন সদস্যকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, জীবন চন্দ্র রায়(৩০), মোঃ আবু হানিফ (৪০), জিয়ারুল ইসলাম(২৮), মোঃ ফারুক ইসলাম(৩৪), মোঃ রেজাউল ইসলাম(৩০), আবু তালেব(৪৮), শরৎ চন্দ্র রায়(২০), মোঃ ফরহাদ হোসেন(৩৪), আবদুল গফুর(৩৫), বিরেশ চন্দ্র রায়(২১)। এ চক্রের ৩ জন সদস্য পালিয়ে যায়, এরা হলেন মোঃ দুলু(৪০), মোঃ রাশেদ (৪২), বিকাশ(৩২)। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু সাইদ চৌধুরী জানান, উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি বাজার হতে মৃর্তি বিক্রি খবর পেয়ে বোদা থানার একদল পুলিশ স্বর্ণ সাদৃশ্য স্বরসতি মুর্তি উদ্ধার করেছে। মৃর্তি বিক্রি অভিযোগে ১০ জনকে হাতে নাতে আটক করা হয়।
এ সময় ঐ চক্রের ৩ জন্য ব্যক্তি পালিয়ে যায়। বোদা থানার ওসি আরো জানান, আসামীদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১)(এ) তৎসহ পুরাকীতি আইন, ১৯৬৮ এর ২০ ধারা তৎসহ পেনাল কোট ৪০৬/৪২০ ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের থানায় ১৩ জনের নামে একটি মামলা দায়ের করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।