থানা পুলিশ কর্তৃক বিপুল পরিমাণ ভারতীয় মালামাল সহ ০১ জন আসামী গ্রেফতার
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দুপুর ১২.২৫ ঘটিকায় অত্র কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা হতে আম্বরখানা রোডস্থ দরগা গেইটের রাস্তার মুখের উত্তর পার্শ্বে হোটেল হলি গেইটের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি ভারতীয় মালামাল চকলেট, বিস্কুট সহ একটি নোহা গাড়ী যোগে নিয়ে যাচ্ছে সংবাদ প্রাপ্ত হয়ে অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আলী মাহমুদ এর দিক নির্দেশনায় সিয়েরা-১ ডিউটিরত এসআই(নিঃ)/রমাকান্ত দাস সঙ্গীয় ফোর্স ও সিয়েরা-২ এএসআই(নিঃ)/কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা হতে আম্বরখানা রোডস্থ দরগা গেইটের রাস্তার মুখের উত্তর পার্শ্বে হোটেল হলি গেইটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ আলী হোসেন (২২), পিতা- মোঃ রশিদ উল্লাহ, মাতা- মোছাঃ মিনারা বেগম, সাং-জাহিদপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ কে গ্রেফতার করেন এবং নোহা গাড়ীটি তল্লাশী করে ভারতীয় তৈরী (ক) কীটকাট চকলেট ৯০(নব্বই) প্যাকেট, (খ) ওরিও বিস্কুট ১৬ (ষোল) কার্টুন, (গ) একলায়ার্স রোস মিল্ক চকলেট ৭৫(পচাত্তর) প্যাকেট, (ঘ) একলায়ার্স মিল্ক চকলেট ১১৫(একশত পনেরো) প্যাকেট, (ঙ) একলায়ার্স চকো চকলেট ৩০(ত্রিশ) প্যাকেট, (চ) একলায়ার্স এলাইসি চকলেট ৩০(ত্রিশ) প্যাকেট, (ছ) একলায়ার্স সেন্টার ফিল্ড একলায়ার্স চকলেট ২৫ প্যাকেট, (জ) হাগস গোল্ড চকলেট ০৩(তিন) বস্তা ও গানা ডার্ক চকো চকলেট সহ ০৪ বস্তা, (ঝ) বিভিন্ন চকলেটের খালি প্যাকেট ০৩(তিন) ব্যাগ সহ সর্বমোট ৫৯,৬০০/- টাকার ভারতীয় মালামাল এবং ০১(এক)টি সাদা রংয়ের নোহা গাড়ী যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-চ-১১-৬৩৭৭ অদ্য ০৭/০২/২০২২খ্রিঃ তারিখ দুুপুর ১২.২৫ ঘটিকায় উদ্ধার পূর্বক এসআই(নিঃ)/রমাকান্ত জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং এএসআই(নিঃ)/কামরুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী সহ পলাতক আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৫, তারিখ-০৭/০২/২০২২খ্রিঃ ধারা- ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-B/২৫D রুজু করা হয়েছে। এসআই(নিঃ)/রমাকান্ত দাস মামলাটি তদন্ত করছেন।