জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে এআরএফবি গ্রন্থাগারের আলোচনা সভা অনষ্টিত
আব্দুর রহমান, (নেত্রকোনা)ঃ:
জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আজ শনিবার (৫ ই ফেব্রুয়ারী) বিকালে চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজারস্থ আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এর প্রধান কার্যালয়ে গ্রন্থাগার দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মো. জহিরুল ইসলাম অসীম এর সম্পাদনায় নেত্রকোনা সাধারণ গ্রন্থাগারের সহ-সভাপতি ও আরএফবির উপদেষ্টা এড. আব্দুল হান্নান রঞ্জন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড. সানোয়ার হোসেন ভুঞা, নেত্রকোনা পাবলিক লাইব্রেরির গ্রন্থাগারিক দেলোয়ার হোসেন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জৈষ্ঠ সাংবাদিক দিলওয়ার খান, কৃষকের বাণী পত্রিকার সম্পাদক মো. আলী আমজাদ মাস্টার, কবি ও সাংবাদিক এমদাদ খান, জেলা প্রেসক্লাবেরড কোষাধ্যক্ষ সাংবাদিক আ,খ,ম আলতাবুর রহমান কাসেম জেলা গ্রন্থাগার আন্দেলনের সাধারন সম্পাদক আজিজুর রহমান সহ জেলার বিভিন্ন গ্রন্থাগারিকবৃন্দ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পাঠকবৃন্দ।