শিরোনাম

South east bank ad

গ্রামীন সড়কের বেহাল দশা

 প্রকাশ: ০৫ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিক, (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিঘর ইউনিয়নের গ্রামীণ সড়কের বেহাল দশা। স্বরণিকা স্কুল হতে কেরনখলা বাজার পযন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তা খানাখন্দে ভরা। রাস্তায় গাড়ি চলে হেলেদুলে। পিচ উঠে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত।

রাস্তা দিয়ে প্রতিনিয়তই আসা-যাওয়া করছে ব্যাটারিচালিত অটোরিকশা,মোটরবাইকসহ ছোট-বড় সব ধরনের যানবাহন। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা ও অটোরিকশার যাত্রীরা যেমন নাকাল হচ্ছেন,তেমনি প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কটির কোথাও পিচঢালাই উঠেগিয়ে বিভিন্ন জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। স্বরণিকা স্কুল হতে কেরনখলা বাজার পর্যন্ত প্রায় ৩কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। এ

নিয়ে ভোগান্তি পোহাতে হয় এ রাস্তা দিয়ে যাতায়াতকারী ব্যক্তিদের। রাতে এ সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে বলে জানালেন একাধিক অটোচালক। অটোচালক হাবিবুল্লাহ বলেন, এই সড়কে চলাফেরা করতে অনেক কষ্ট হয়। আমরা এ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করি। ভাঙা রাস্তার কারণে গাড়ি প্রায়ই বিকল হয়ে যায়।

বেশির ভাগ রাস্তা ভেঙে পিচ উঠেগিয়ে গর্তের কারনে অটো থেকে যাত্রীদের নামিয়ে তারপর গর্ত পাড় হতে হয়। বিশেষ করে অন্য রোডের কোনো অটো এই সড়কে আসলে রাস্তার বেহাল দশায় অটো নিয়ে যেতেই পারে না, আমরা তো চলাফেরা করতে করতে কিছুটা আনধাজ করতে পারি। তারপরও রাতে চলাচল করতে খুবই কষ্ট হয়।

পথচারী মামুনুর রশীদ বলেন, গ্রাম হতে দুর্গাপুর শহরে এ রাস্তা দিয়ে যেতে হয়, অনেক কষ্ট পোহাতে হয়। এছাড়াও এলাকাবাসীরা জানায়,হাঁটতে গেলেই হোঁচট খেতে হয়। এ রাস্তাটি অতিদ্রুত মেরামত করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে চেয়ারম্যান এমদাদুল হক আলম সরকার বলেন,রাস্তাটির খারাপ অবস্থা এটির বিষয়ে এমপি মহোদয়ের কাছে আবেদন জানিয়েছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: