জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন চাকমা পল্লীতে আগুন।
আব্দুল্লাহ আল ফাহাদ, (ময়মনসিংহ):
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন চাকমা পল্লীতে বুধবার রাত সাড়ে দশটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাদিয়া ভিলার চারটি রুম পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,গতকাল (০২ ফেব্রুয়ারি) বুধবার রাত সাড়ে দশটার দিকে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন চাকমা পল্লীর সাদিয়া ভিলার একটি রুমে হঠাৎ আগুন লাগে।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আরও তিনটি রুমে। অগ্নিকাণ্ডে সাদিয়া ভিলার চারটি রুমসহ আটটি রুম ক্ষতিগ্রস্ত হয়। তবে কি কারণে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।
এক মাসের ব্যবধানে এ নিয়ে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দুটি ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।
আগুন লাগার খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, চাকমা পল্লীর সাদিয়া ভিলার দুটি রুম একদম পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ৬ টি রুম। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও শনাক্ত হয়নি।