শিরোনাম

South east bank ad

ভালো থাকুক ফুলবাড়িয়া বিদায়ী ইউএনও আশরাফুল ছিদ্দিক

 প্রকাশ: ০১ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):

বদলিজনিত কারণে গতকাল মঙ্গলবার ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা ছেড়েছেন বিদায়ী উপজেলা নির্বাহি অফিসার আশরাফুল ছিদ্দিক। গাড়িতে উঠার আগে অনেকের নাম ধরে বলতে থাকেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমি দোয়া করি আপনাদের জন্য, আপনারা আমার জন্য দোয়া করবেন, মাফ করে দিয়েন।

এক পর্যায়ে তিনি বলেন, সবার নাম ধরে বলা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, সবাই ভালো থাকুন, ফুলবাড়িয়া ভালো থাকুক। নাহিদ (নবাগত উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ নাহিদুল করিম) নতুন মানুষ আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন।

আজ (১ ফেব্রুয়ারি) মঙ্গলবার বিকাল ৩.৪০মিনিটে সরকারী নিজ বাসভবন ছেড়ে বের হয়ে আসেন মানুষের হৃদয়ে স্থান পাওয়া সরকারী এ কর্মকর্তা। এ সময় তাঁর সাথে বের হয়ে আসেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম সহ বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ।

অল্প কিছুক্ষণ পরেই বের হয়ে আসেন মিসেস ইউএনও এবং তাঁর স্বজন, এসময় তাঁদেরকেও কাঁদতে দেখা যায়। বাহিরে অপেক্ষমান কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, নিরাপত্তাকর্মী, শুভাকাঙ্খীরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকেন। সবার চোখের পানিতে ঐখানকার পরিবেশ ভারি হয়ে যায়। এ যেন কেঁদে কেঁদে বিদায় জানানোর পরিবেশ।

বিদায়ের কথা শুনে গত ৪-৫ দিন যাবত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও বাসায় বিভিন্ন বয়সের প্রতিবন্ধি, বৃদ্ধ, রিক্সাওয়ালা, গরিব ও অসহায় মানুষ, জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারীবৃন্দ কৃতজ্ঞতা জানানোর জন্য ছুটে আসেন।

কারণ সরকারী এই আমলার অফিসে যে কেউ গেলে তার কথা তিনি শুনতেন এবং অসহায় মনে হলো তাকে সহযোগিতা করতেন। তিনি সব সময় অফিসের দরজা খুলা রাখতেন যাতে মানুষ কথা বলতে পারে।
সকালে অনানুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার জনপ্রতিনিধিদের সাথে বিদায়ী অনুষ্ঠানে যোগদেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: