শিরোনাম

South east bank ad

সুন্দরবনের খাল থেকে ভাসমান বাঘের মরদেহ উদ্ধার

 প্রকাশ: ২৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আবু নাঈম, (বাগেরহাট):

সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

আজ শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৬ থেকে ১৮ বছর।

বাঘটির শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে বাঘটি মারা যেতে পারে। শনিবার ২৯ জানুয়ারি সকালে শরণখোলা রেঞ্জ অফিস এলাকায় বাঘটির মরদেহের ময়না তদন্ত হবে বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা(ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, রুপার খাল এলাকায় বাঘটির মরদেহ ভাসতে দেখে বনরক্ষিরা উদ্ধার করেছে। শনিবার সকালে মৃত বাঘটিকে শরণখোলা রেঞ্জ অফিসে আনা হবে।

বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে সেখানে ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: