সাবেক ছাত্রলীগ বনাম বর্তমান ছাত্রলীগের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত
আব্দুর রহমান, (নেত্রকোনা):
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে নেত্রকোনার ঐতিহাসিক মুক্তার পাড়ার মাঠে আজ শুক্রবার (২৮ শে জানুয়ারি) সকাল ১১ টায় সাবেক ছাত্রলীগ বনাম বর্তমান ছাত্রলীগের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজক নেত্রকোনা জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক সোবায়েল আহমেদ খান বলেন, জেলার সাবেক এবং বর্তমান ছাত্রলীগ কর্মীদের মাঝে একটা প্রেম, ভালোবাসা, শ্রদ্ধাবোধ তৈরি করার জন্যই আমাদের এই আয়োজন।
সাবেক ছাত্রলীগ নেতা কামরাজ বলেন, খুবই আনন্দ লাগছে সবাইকে একসাথে পেয়ে এতে করে সবার সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠবে, এই আয়োজনের জন্য সকলকেই ধন্যবাদ জানাই।
এসময় সাবেক এবং বর্তমান ছাত্রলীগ নেতাসহ অনেকেই উপস্থিত ছিলেন।