সমন্বয় কমিটির সভায় চেয়ারম্যানদের ফুলে ফুলে বরণ
মোঃ আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া):
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির প্রথম সভায় নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।
আজ বুধবার (২৬ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার শুরুতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦
মো: আব্দুল মালেক সরকারের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি ইউপি চেয়ারম্যানবৃন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে চেয়ারম্যানরা গ্রুপ ছবিতে মিলিত হন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: আব্দুল মালেক সরকার। সঞ্চালনায় উপজেলা নির্বাহি অফিসার আশরাফুল ছিদ্দিক। এতে ইউনিয়ন পরিষদের সকল চেয়ারম্যান ও সকল বিভাগের বিভাগীয় প্রধানরা অংশ নেন।
এ সময় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন উপস্থিত ছিলেন।
সভায় ঘুরে ফিরে আলোচনায় স্থান পায় সমাজ সেবা অফিসের হয়রানি। এ হয়রানি দ্রুত সমাধান না হলে সমাজ সেবা অফিসে তালা লাগিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন নবাগত ইউপি চেয়ারম্যানরা।