মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
মেহেদীহাসান শরীফ, (ভোলা):
ভোলার দৌলতখানে মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ তাহের সভাপতি ও জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষজ মেজবা উদ্দিন সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আজ মঙ্গলবার(২৫ জানুয়ারি) উপজেলার সুকদেব মদন মোহন মাধ্যমিক বিদ্যালয়ের হলরম্নমে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি গঠন করা হয়।
সমিতির পরবর্তী সাধারণ সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সম্মেলনে উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮০ জন ডেলিগেট ভোটার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফরমুজল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিক্ষক সমিতির( কামরম্নজ্জামান) ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক ও আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাফিয়া খাতুন।
বিশেষ অতিথি ছিলেন, ভোলা জেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মিজানুর রহমান মিঠু। অন্যদের মধ্যে ভোলা সদর উপজেলার শিক্ষক নেতা প্রধান শিক্ষক আবুল কাশেম, মোঃ ইব্রাহীমসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
দ্বিতীয় অধিবেশনে স্বাস্থ্যবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ভোটগ্রহণ পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ফারম্নক হোসেন তালুকদার।