বিদ্যুৎ পৃষ্ট চোর চক্রের দুই সদস্য
সুনান বিন মাহাবুব, (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়েছে আন্ত:জেলা চোর চক্রের দুই সদস্য। এ ঘটনায় তাদের শরীরের ৯ ভাগ পুড়ে গেছে।
গত রবিবার(২৩ জানুয়ারী) রাত তিনটার দিকে উপজেলার পানপট্রি ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্রে জানা যায়, গতকাল রাতে মটবাড়িয়া এলাকার ইদ্রিস হাওলাদার (৩৫) ও পানপট্রি এলাকার নাসির বিশ্বাস (৪৫) নামের ওই দুই চোর গ্রামর্দন গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যায়। প্রথমে তারা একটি ১০ কেভির ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায়। ফের ওই রাতেই ২৫ কেভির ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তারা আহত পড়ে থাকে। পরে স্থানীয়রা তাদের আটক পুলিশে সোপর্দ করে।
গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের গলাচিপা হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
বর্জ্য মুক্ত রাখার দাবীতে স্মারকলিপি প্রদান
অপার প্রাকৃতিক সৌন্দর্য আর একই স্থানে থেকে সূর্য্য উদয় ও সূর্যাস্তের লীলাভূমি সমুদ্র সৈকত কুয়াকাটার পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জ্য মুক্ত রাখার দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার(২৪ জানুয়ারী) সকাল ১১টায় উপকূলীয় পর্যটন এলাকা কুয়াকাটার সমিতি (বেলা) ও বেলা নেটওয়ার্কের উদ্যোগে জেলা প্রশাসকের প্রতিনিধি (অতিরিক্ত) জেলা প্রশাসক ইসরাত জাহান এর কাছে স্মারকলিপি প্রদান করেন বেলা ও বেলা নেটওয়ার্কের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিঙ্কন বায়েন, সদস্য, সাংবাদিক সোহরাব হোসেন ও নেটঃ সদস্য পারভিন সুলতানা।
দেশের বিদ্যমান আইন বাস্তবায়ন করে দ্রুতই পর্যটনকেন্দ্র কুয়াকাটা রক্ষায় এবং লাগামহীনভাবে যত্রতত্র পলিথিন, প্লাস্টিক বর্জ্যরে স্তুপ পরিচ্ছন্ন ও পরিবেশসম্মত রাখার কথা উল্লেখ করেন তারা।