শিরোনাম

South east bank ad

করোনা শনাক্তের হার ৫০ শতাংশ ছাড়াল, মৃত্যু ১

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী সালেক উদ্দিন নামে একজনের মৃত্যু হয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সালেক উদ্দিন বগুড়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।

একই সময়ে জেলায় ঘণ্টায় জেলায় ৩৯৮টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২০০ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৬৯ শতাংশে।

আজ (২৫ জানুয়ারি) মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে,গতকাল সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৭৯৭ জনে। এরমধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা রয়েছেন ৬৮৯ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা।

তারা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনা উপসর্গ নিয়ে মৃতরা নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ২০জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৭ জন।

তাদের মধ্যে বগুড়া শজিমেক হাসপাতালে ৩৫, মোহাম্মদ আলী হাসপাতালে ২৯ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন।

জেলা স্বাস্থ্য বিভাগের গতকালের (সোমবার) দেয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ৩৪৫টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ১৬৮ জন।

নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৪৮ দশমিক ৬৯ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: