শিরোনাম

South east bank ad

৫ টি অবৈধ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ)

পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এর নেতৃত্বে আজ (২৪ জানুয়ারি) সোমবার ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও সদর এলাকায় অবস্থিত ( মেসার্স এইচ এম বি ব্রিকস, মেসার্স সেবা ব্রিকস, মেসার্স রতন ব্রিকস, মেসার্স আনোয়ার ব্রিকস, মেসার্স চমক ব্রিকস) অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমাট ১৮,০০,০০০/- (আঠার লক্ষ) টাকা জড়িমানা ধার্য এবং তাৎক্ষনিক আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ রুহুল আমিন।

এ সময় পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মিহির লাল সরদার উপস্থিত ছিলেন এবং ময়মনসিংহ জেলা পুলিশ নিরাপত্তা প্রদান করে সহায়তা করেন।

মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকগনকে অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: