শিরোনাম

South east bank ad

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ নারী সহ আহত ৬

 প্রকাশ: ২২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

আজ শনিবার (২২ জানুয়ারি) সকালের উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, হালেমা খতুন (৬০) স্বামী নুর আলম, ইয়াসমিন (২৫) স্বামী শামীম মিয়া, শালিকা (৩০) স্বামী করিম হোসেন, মোঃ মোশারফ (৩০) পিতা নুর আহমেদ, সোহেল (৩৫) পিতা মৃত তারা মিয়া, মোবারক (২৫) পিতা নুর আহমেদ।

আহতদের স্বজন ও প্রত্যকদর্শীদের মাধ্যমে জানা যায়, তাদের প্রতিবেশী সাথে একটা রাস্তা নিয়ে গত ২,৩ মাস ধরে ঝামেলা হয়েছিল পরে গ্রামবাসী ও এলাকার সর্দারের সালিশের মাধ্যমে ঝামেলা শেষ হয়।

হঠাৎ করে আজ সকালে ঘুম থেকে উঠার পর কোন কিছু বুঝার আগে আলম, আরব আলী, আব্দুল আলী, খলিল মিয়া, সহ এতে লাটি, রড, দা দিয়ে আতর্কিত ভাবে হামলা চালায়।

এ বিষয়ে মাধবপুর থানার এসআই আব্দুল ওয়াহেদ গাজী জানান, এই ঘটনা আমরা জেনেছি এক ঘর থেকে অন্য ঘরে মোরগ যাওয়া আসা কে কেন্দ্র করে এই হতাহত ঘটে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: