জবির সশরীরে ক্লাস পরীক্ষা স্থগিত
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
দেশে চলমান করোনা উর্ধ্বগতির কারনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সশরীরে ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
তবে সেশনজট এড়াতে অনলাইনে ক্লাস হবে। আজ (২১ জানুয়ারি) শুক্রবার বিশ্ববিদ্যালয়ের জরুরী সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সশরীরে সকল ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে তবে ক্লাস গুলো অনলাইনে চলবে। দু-সপ্তাহ পরে কিছুটা কমলে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা চাই সকলে সুস্থ থাকুক।
চলমান পরীক্ষার বিষয়ে তিনি বলেন, যেসকল বিভাগে পরীক্ষা আছে সেগুলো নিয়ে বিভাগের চেয়ারম্যান ডীন এর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ বেলা ১২ টায় সারাদেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া নিয়েছে প্রশাসন।
জানা যায়, করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলে ২০২০ সালের মার্চের মাঝামাঝিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়। দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়।
ফলে প্রায় দেড় বছর বন্ধ ছিল স্কুল-কলেজগুলো। করোনা সংক্রমণ কমতে শুরু করলে ২০২১ সালের সেপ্টম্বরে খুলে দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।