এসএসসি ৯৭ ব্যাচের রজতজয়ন্তী উৎসব
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি ৯৭ ব্যাচের ২৫ বছরপূর্তি উপলক্ষে মহিলা ডিগ্রী (অনার্স) কলেজ ক্যাম্পাসে রজতজয়ন্তীর বর্ণিল উৎসব গত শুক্রবার (১৪জানুয়ারি/২০২২) অনুষ্ঠিত হয়। ‘কাছে কিংবা দূরে, বন্ধুত্ব চিরতরে-এসো মিলি প্রাণের উল্লাসে’ স্লোগান ক্যাম্পাস থেকে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মনোজ্ঞ সাংস্কৃতিক পর্বে অংশ নেন এ ব্যাচের বন্ধু, বান্ধবী, তাদের সহধর্মিনী ও প্রজন্ম ৯৭।
অনুষ্ঠানের উদ্বোধনীপর্বে বক্তব্য রাখেন ৯৭ ব্যাচের বন্ধু গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, আরএমজি এগ্রো ইন্ট্যানাশালের জিএম সুশান্ত সাহা প্রেমু, ত্বহা তাসিন অটোমোবাইলস্রে জিএম গোলাম সামদানী খান সুমন, ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবীর, ওয়াল্টনের সিনিয়র কর্মকর্তা মো. আশরাফুল আলম, উচাখিলা কেরামতিয়া আলিম মাদরাসার প্রভাষক মো. খাইরুল ইসলাম, ময়মনসিংহ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ফারিজা জামান অমি, নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান, স্বর্ণা টেলিকমের পরিচালক শ্যামল ঘোষ, ব্যবসায়ী আবু জাফর মো. সাদেক, সাংবাদিক মো. রইছ উদ্দিন, মোস্তাফিজুর রহমান বুরহান, ব্যবসায়ী মো. কামরুজ্জামান, মো. আলী রাব্বী, জাহিদুল ইসলাম রিপন, শাহজাহান, মো. আজহারুল ইসলাম, হারুন অর রশিদ, আতিকুর রহমান বাবুল, আবুল খায়ের, মো. আবুল কাসেম, শারমীন সুলতানা, মাহমুদা আক্তার লিপি প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক মো. শফিকুল ইসলাম অপু। সঞ্চালনা করেন মো. আশরাফুল আলম ও ফারিজা জামান অমি। সূচনা বক্তব্য রাখেন উদযাপন কমিরি সদস্য সচিব মো. ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রয়াত বন্ধু-বান্ধবী নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের তৌহিদুল ইসলাম সুমন, মর্জিনা আক্তার রোজী, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সিরাজুল ইসলাম সিরাজ, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শান্তা বসাক আদরী, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের নাজমূল হক, মো. আতাউর রহমান, আব্দুল জলিল ও প্রয়াত প্রিয় শিক্ষকদের শোক জ্ঞাপন করা হয়। স্মৃতিচারণে অংশ নেন মো. রফিকুল ইসলাম মঞ্জু, সুশান্ত সাহা প্রেমু, গোলাম সামদানী খান সুমন, মো. মুরাদ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. রইছ উদ্দিন, শারমীন সুলতানা। মোনাজাত পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম।
দ্বিতীয়পর্বে ‘প্রিয় অতীতের শৈশব’ স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন ৯৭ ব্যাচের বন্ধু মোহাম্মদ আলী রাব্বী, সুমন চন্দ্র সরকার, মো. হারুন অর রশিদ মাস্টার, গোলাম সামদানী খান সুমন, সুশান্ত সাহা প্রেমু, হায়দার জামান শফিক, রেহেনা পারভীন, কৃষিবিদ হুমায়ুন কবীর, মো. লোকমান হেকিম, আবু রায়হান রানা, তোফায়েল আহমেদ (জীবন মাহমুদ), জাহিদুল ইকবাল রিপন, রাশিদা আক্তার, আছমা আক্তার, ইঞ্জিনিয়ার শাহজাহান কবীর, মো. জাহাঙ্গীর আলম, হেনা আক্তার, বীনা বেগম, প্রমুখ।