শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে লরিচাপায় দুই নারী নিহত

 প্রকাশ: ১৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ময়মনসিংহের গফরগাঁওয়ে বালুবাহী লরিচাপায় অটোরিকশার দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে গফরগাঁও-ভালুকা আঞ্চলিক সড়কে উপজেলার রাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের রকিবুল ইসলামের স্ত্রী মাজেদা খাতুন (৫৫) ও চরআলগী ইউনিয়নের চরকামারিয়া গ্রামের মৃত মিয়া হোসেনের স্ত্রী বকুলা খাতুন (৪৫)। এ ঘটনায় রাওনা গ্রামের হেলাল খান (৪৫) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক আহম্মেদ জানান, সড়কের পাশে দাঁড়িয়ে অটোরিকশা থেকে যাত্রী নামানোর সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি লরি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মাজেদা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজনের মধ্যে বকুলা খাতুনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত হেলাল খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় লরিটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: