আওয়ামী লীগ প্রার্থীসহ জামানত হারালেন ৯ জন
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ৫ ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীসহ জামানত হারিয়েছেন ১৪ জন। এরমধ্যে দুপচাঁচিয়ায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থীসহ ৯ জন এবং শিবগঞ্জের মোকামতলায় ৫ জন জামানত হারিয়েছেন।
শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান জানান, প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্খীতের জামানিত বাজেয়াপ্ত হবে।
দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, পঞ্চম ধাপের ৫ জানুয়ারি ইউপি নির্বাচনে ৫টি ইউনিয়নের ২১ জন চেয়ারম্যান প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে আওয়ামী লীগ-জাতীয় পার্টির প্রার্থীসহ ৯ জন জামানত হারিয়েছেন।
তারা হলেন, উপজেলার চামরুল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজমল হোসেন প্রামানিক জামানত হারিয়েছেন। তার প্রাপ্ত ভোট ১৮৭৯।
এছাড়াও জিয়ানগর ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী কায়ছার আলী (প্রাপ্ত ভোট ১২১৭), দুপচাঁচিয়া সদরে জাতীয় পার্টি প্রার্থী আব্দুল মান্নান খন্দকার (৪৭১), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হযরত আলী (৪৬৩), গুনাহার ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেলাল প্রামানিক (১৪৪), লুৎফর রহমান প্রামানিক (৮২), শাহজাহান আলী শেখ (৪০৭), সিদ্দিকুর রহমান (৯৩) ও গোবিন্দপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান এসএম হেলাল (৯৪৪)।
এদিকে শিবগঞ্জে মোকামতলা ইউনিয়নে জামানত বাজেয়াপ্ত হয়েছে স্বতন্ত্র প্রার্থী আওলাদ চৌধুরী (প্রাপ্ত ভোট ২৮০৯) রবিউল হাসান মাসুদ (১৩৭৫), ইসলামী আন্দোলনের প্রার্থী সাইফুল ইসলাম (৪২৪ ভোট), স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (১৮৩), আবু সুফিয়ান (১৪৩)।