যশোরে তৃতীয় লিঙ্গের লাবনী খুন
গোলাম মোস্তফা মুন্না, (যশোর):
যশোরে ধারালো অস্ত্রের আঘাতে তৃতীয় লিঙ্গের একজনকে খুন করা হয় হয়েছে। নিহত লাবনী (৩০) যশোর শহরের বেজপাড়া চিরুনীকল এলাকার কিরম মিস্ত্রির সন্তান।
আজ শনিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের নারাঙ্গালী বাজার সংলগ্ন হালসা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, লাবনী তার সহযোগী (হিজড়া) সেলিনা ও নাজমা'র সাথে শহর হতে ইজিবাইক যোগে গ্রামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে নারাঙ্গালী বাজার সংলগ্ন হালসা ব্রিজ এর নিকট পৌঁছালে অজ্ঞাত নামা ৪/৫ জন তাদের ইজিবাইকের গতিরোধ করে লাবনী'র গলায় চাকু দিয়ে আঘাত করে।
এসময় সেলিনা ও নাজমা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। ডাক্তার ইমন ও আসাদুজ্জামান সকাল সাড়ে ১০ টার দিকে মৃত ঘোষণা করেন।
লাবনীর বন্ধুরা জানান, হিজড়া দলের পাহাড়ি সরদার এর সাথে তাদের পূর্ব শত্রুতা রয়েছে। তারই ইন্ধনে এ ধরনের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।