নাটোরের সিংড়ায় সিল মারা ব্যালট পেপার উদ্ধার
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের সিংড়া উপজেলার চামাড়ি ইউনিয়নের দু'টি স্থান থেকে সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ।
সিংড়া থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান, “মঙ্গলবার সকালে চামাড়ি ইউনিয়নের দড়ি মাহিষমারি এলাকায় একটি খালের ধারে ও বিলদহর দুলুর মোড় এলাকার একটি পুকুরে শপিং ব্যাগে বিপুল পরিমান ব্যালট পেপার ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। সবগুলো ব্যালট পেপারই চেয়ারম্যান পদের প্রার্থীদের বলে জানায় এলাকাবাসী।”
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সিংড়া উপজেলার ১২টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।