শতাধিক মানুষ পেল উষ্ণতার ছোঁয়া
ফারহা, (ময়মনসিংহ):
উত্তরবঙ্গে শীতে যখন হাজারো মানুষের বেহাল দশা তখন সরকারী সাহায্যের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর দিকেই যেন মানুষের চক্ষুপাত। কিইবা করবে না তাকিয়ে? শীত তো আর মুখের কথায় নিবারন হয়না।
এই হাজারো মানুষকে হয়ত সাহায্য করা সম্ভব হয়না,কারণ নেহাতই স্বেচ্ছাসেবী সংগঠন, অন্যের করা দানকৃত টাকায় তারা সাহায্য করে সাধ্যমত। চেষ্টা করে যায় সবসময় মানুষের পাশে থাকার।
গতবারের ধারা অব্যাহত রেখে এবারও “Stand By The Hepless People” এর পক্ষ হতে প্রায় একশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন করা হয় পঞ্চগড়ের বোদা উপজেলার শালবাড়ি মসজিদ মোড়ে।
সার্বিক সহযোগিতায় ছিলেন, রাকিব হাসান ও রক্তিম পঞ্চগড়( সেচ্ছায় রক্তদান সংগঠন) এর সভাপতি ও সদস্য সভাপতি আলমগীর ও পরিচালক রেজাউল করিম, পায়েল দিপা সহ আরো অনেকে।