ময়মনসিংহে ট্রেনে ছিনতাইকারীসহ গ্রেফতার-৫
নজরুল, (ময়মনসিংহ):
ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ ৫জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত অঞ্চল গড়তে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসাবে শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এএসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি চরকালীবাড়ী গোদারাঘাট এলাকা থেকে সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী দ্বিপালীকে গ্রেফতার করে। এছাড়া এসআই আরিফুল ইসলাম এবং নিরুপম নাগ পুরাতন মামলায় সন্দিগ্ধ আসামী মোঃ কাজল ও কৃষ্টপুর দক্ষিণপাড়ার ট্রেনে ছিনতাইকারী শান্তকে গ্রেফতার করে।
র্যাব-১৪, ময়মনসিংহ এর অভিযানে আকুয়া মোড়লবাড়ী মোড়লবাড়ী গোরস্থানের সামনে থেকে নেশাজাতীয় দ্রব্য ও নেশাজাতীয় ইনজেকশনসহ দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, মোঃ সোহেল ও মোঃ আরিফ আহমেদ লিটন।
র্যাবের মামলাটি এসআই খোরশেদ আলম তদন্ত করছেন বলে পুলিশ জানায়।