ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল এগারোটায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও ঠাকুরগাঁও ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মহিলা কাউন্সিলর দৌপদী দেবী আগারওয়ালা তার নিজ অর্থায়নে এই শীতবস্ত্র কম্বল বিতরণ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন রেখা বেগম, দুর্গা আগারওয়ালা,শেফালী আক্তার,আনারকলি সুমি প্রমুখ।
দৌপদী দেবী আগারওয়ালা বলেন,“ঠাকুরগাঁওয়ে শীতের প্রকোপ অনেক বেশী থাকে। নিম্নআয়ের মানুষের এই সময় অনেক কষ্ট হয়। তাই প্রতিবছরের ন্যায় এবারও শীতবস্ত্র কম্বল বিতরণ করছি। যা আরও কয়েকদিন চলবে।”
অনুষ্ঠানে তিনশত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।