শিরোনাম

South east bank ad

টেকনোলজিস্ট হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ জাহান রনি, (হবিগঞ্জ):

হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুর ইসলামের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের টেকনোলজিস্ট কমিটির মাধবপুর শাখার আয়োজনে।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ৩,২০ মিনিটে মাধবপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে উপস্থিত ছিলেন, মাধবপুর প্রাইভেট হাসপাতালের কর্মরত নার্স, মেডিকেল টেকনোলটিস্ট ও কর্মকর্তা-কর্মচারীগণ।


এতে বক্তারা বলেন, করোনাকালীন সময়ে স্বাস্থ্যকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের সেবা করে যাচ্ছে। এজন্য আমাদের অনেক সহকর্মী মহামারি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রতিটি হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট সংকট রয়েছে। এই কম জনবল নিয়েও সামনের সারিতে থেকে সেবা দিয়ে যাচ্ছে মেডিকেল টেকনোলজিস্টরা। সেবা দিয়ে গিয়ে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলামকে খুন হতে হয়েছে। মানববন্ধনে বক্তারা খুনীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।


এ সময় বক্তব্য রাখেন, প্রাণতোষ দাস, পিন্টু সরকার, হাসিবুল হাসাদ, মোঃ রাজু, তমা সহ প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: