অভিযান ১০ লঞ্চের বাবুর্চি শাকিলের লাশ হস্তান্তর
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
গত শুক্রবার ভোরে সুগন্ধ্যা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় ৪৫ জনের মৃত্যুর তিনদিন পর সোমবার সুগন্ধ্যা নদী থেকে উদ্ধার হওয়া মৃতদেহর পরিচয় জানা গেছে ।
মৃতদেহটি অভিযান ১০ লঞ্চের সহকারী বাবুর্চি মোঃ শাকিল মোল্ল (৩৩) এর তার পিতার নাম -মৃত শফিউদ্দিন ঠিকানা ইসদাইক ফতুল্লা, নারায়নগঞ্জ । ঝালকাঠি থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক আব্দুল মালেক জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে নিখোজ শাকিল মোল্লার মামা মোঃ লুৎফর রহমান নরায়নগঞ্জ থেকে এসে লাশ সনাক্ত করেন ।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে তারা মৃতদেহ নিয়ে নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা দেন । শাকিল মোল্লার ছোট বোন শাহিদা আক্তার নিশা বলেন, তার বড় ভাই সুন্দরবন ১০ লঞ্চে সহকারী বাবুর্চি হিসেবে কাজ করতো ।
অভিযান ১০ লঞ্চ দুর্ঘটনার পর গত শুক্রবার শাকিল ভাইর বন্ধুরা ফোন করে জানায় গত প্রায় এক মাস আগে আমার ভাই সুন্দরবন ১০ লঞ্চের চাকরী ছেড়ে অভিযান ১০ যোগদান করেছে ।
লঞ্চে আগুন লাগার পর থেকে নিখেঁাজ লঞ্চের সহকারী বাচুর্চি শাকিলের বোন সাহিদা আক্তার নিশা আরও দাবি করেন, আমরা দুই ভাইবোন। আমার ভাই এখনো বিয়ে করেনি। আগুনের খবর শুনে ভাইয়ের বন্ধুদের কাছ থেকে শুনেছি, সে এই লঞ্চে ছিল। ফেসবুকে মৃতদেহ উদ্ধারের খবর দেখে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হই, এটা আমার ভাইয়ের লাশ।
গত দুই মাসে আমার সাথে ভাইয়ের কথা হয়নি । তবে তিন চারদিন আগে মায়ের সাথে কথা হয়েছে ।