পিকআপের ধাক্কায় সড়কে ঝরল ৩ জনের প্রাণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকার নবাবগঞ্জের মাঝির কান্দা এলাকায় একটি বালুবাহী পিকআপের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ (২৭ ডিসেম্বর) সোমবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম।
তিনি বলেন, নিহতদের সবাই অটোরিকশার যাত্রী। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এর আগে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি পড়ে ইমরুল হাসান নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালক আহত হয়েছেন। গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের সাটুরিয়া-কাওয়ালীপাড়া আঞ্চলিক সড়কের বিডি ফুড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইমরুল আমতা ইউনিয়নের শিয়োলুপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। আহত হয়েছেন অটোরিকশা চালক মোহাম্মদ মিজানুর রহমান। মিজানুরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।