২৫তম সামিট কাপ গলফ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লাবে আজ শুক্রবার (২৪-১২-২০২১) ‘২৫তম সামিট কাপ গলফ টুর্ণামেন্ট ২০২১’ কুর্মিটোলা গলফ কোর্স শুরু হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাষ্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোঃ সাইফুল আলম প্রধান অতিথি হিসেবে আজ (২৪ ডিসেম্বর) শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও এরিয়া কমান্ডার, লজিষ্টিক্স এরিয়া মেজর জেনারেল মোঃ জহিরুল ইসলাম, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ রফিকুল ইসলাম, টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান (অবঃ), ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জিএসএম হামিদুর রহমান (অবঃ), ক্লাবের জেনারেল ম্যানেজার, গলফ অপারেশন্স লেঃ কর্ণেল এম এম গোলাম মোহায়মেন (অবঃ) এবং সামিট গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব মুহাম্মদ ফরিদ খান ও উক্ত সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লি¬ষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এতে উপস্থিত ছিলেন।
এসএমটি