গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ
মশিউর রহমান কাউসার,(ময়মনসিংহ) :
প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ ভর্তি নিশ্চিতকরণ ও ঝরেপড়া রোধকল্পে ময়মনসিংহের গৌরীপুরে পশ্চিম ভালুকা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মা সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীনের সভাপতিত্বে ও গড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় মা সমাবেশে বক্তব্য দেন, গৌরীপুর ইউআরসি ইন্সট্রাক্টর মাকসুদা আক্তার বানু, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু রায়হান, মোঃ হাদিউল ইসলাম, স্কুলের জমিদাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ মিলন, স্কুলের প্রধান শিক্ষক নাছিমা বেগম, সতিষা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদা ইয়াসমিন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী জান্নাত খান, ফারজানা জান্নাত খান, শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আম্বিয়া আক্তার, পশ্চিম ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজনীন সিদ্দিকা, শুষমা নাসরিনসহ বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক, স্থানীয় শিক্ষার্থীদের অভিভাবকগণ।