শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অগ্রনায়কদের হাতেই নেতৃত্ব তুলে দেয়া হবে : যুবলীগ চেয়ারম্যান

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা) :

বরগুনায় প্রায় দেড় যুগ পর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। হুঁশিয়ারি বক্তব্য প্রদানের মাধ্যমে নেতাকর্মীদের সজাগ করাই ছিল এ সম্মেলনের মুখ্য উদ্দেশ্য। বাছাই কৃত যোগ্য নেতাকেই পদ-পদবিতে অধিষ্ঠিত করবেন। তাতে কোনো অর্থ কিংবা লোভিং এর প্রয়োজন হবে না বলেও জানিয়েছেন সম্মেলনের উদ্বোধক ও প্রধান অতিথি। সেই সাথে কঠোর হুঁশিয়ারি ঘোষণা করেন প্রধান বক্তাও। তবে ঘোষণা করা হয়নি বরগুনা জেলা যুবলীগের কাঙ্খিত কমিটি।

আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বরগুনা কেন্দ্রীয় শহীদ মিনার ও টাউন হল মাঠে দুপুর ১ টার দিকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এক হাজার পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। সম্মেলনে অস্থায়ী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সংগীতের সঙ্গে দলীয় পতাকা উত্তোলন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু করা হয়।

কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও প্রধান অতিথি শেখ ফজলে শামস পরশ সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী ঘোষণার পরপরই বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন।

জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে অধিষ্ঠিত হন-
সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ও স্বতন্ত্র সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী-নিক্সন (ফরিদপুর-৪), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), যুবলীগ প্রেসিডিয়াম সদস্য সুভাষ চন্দ্র হালদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনসহ স্থানীয়, ঢাকা এবং বরিশাল বিভাগীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

শেখ ফজলে শামস পরশ তার প্রধান অতিথির বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে যারা অগ্রনায়ক ছিলেন এবং থাকবেন তারাই ভবিষ্যৎ নেতৃত্ব পাবেন। ভুঁইফোড় নেতাদের হাতে আর কোন দায়িত্ব দেওয়া হবে না। ত্যাগী নেতা কর্মীরা কোনঠাঁসা থাকবে, এটা হতে পারে না।

সেই সাথে তিনি হুঁশিয়ার করে দেন দলের পদ-পদবী ব্যবহার করে টেন্ডারবাজি ও অপরাজনীতি থেকে বিরত থাকতে। তিনি আরো বলেন- রাজনীতি করতে হবে সমাজ ও দেশের স্বার্থে। ব্যক্তি স্বার্থ পেছনে ফেলে দল ও দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: