ছিন্নমূলদের শীত নিবারনে ব্যস্ত হাবিব
মোঃ লিহাজ উদ্দিন, (পঞ্চগড়):
কনকনে শীতে বড্ড বিপাকে পঞ্চগড়ের ফুটপাতের ছিন্নমূলরা। এসব বঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়াচ্ছেন হাবিবুর রহমান হাবিব নামের এক তরুন। মাঝ রাতে শীতবস্ত্র নিয়ে বেড়িয়ে পড়েন তিনি। আর অসহায় ছিন্নমূলদের গায়ে জড়িয়ে দেন এসব। এ পর্যন্ত তিনি ১০০ জনেরও বেশি অসহায় ছিন্নমূল, মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরেদের শীত নিবারনে পাশে দাঁড়িয়েছেন। তার এই ব্যাতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।
হাবিব পঞ্চগড় জেলা শহরের কায়েতপাড়া এলাকার আইবুল হকের ছেলে। তিনি বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনে কাজ করেন। শীতবস্ত্র বিতরণে তার প্রতিপাদ্য ‘উষ্ণতায় বাঁচুক ফুটপাতবাসী, উষ্ণতা ছড়িয়ে যাক হৃদয়ে হৃদয়ে’।
হাবিব জানান, প্রথমে ব্যক্তি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি হাতে নিলেও পরে এতে সহযোগীতা করেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়ার শরীফুল ইসলাম। তার জার্সির নম্বর অনুযায়ী ৪৭ টি কম্বল দিয়েছেন তিনি। তিনি বলেন, হিমালয়ের কাছে হওয়ায় পঞ্চগড়ে প্রতিবছরই শীত বেশি থাকে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহান ফুটপাতের ছিন্নমূলরা।
এজন্য আমি খুঁজে খুঁজে এদেরকেই শীতবস্ত্র দিচ্ছি। গত ৫ ডিসেম্বর থেকে কর্মসূচি চলছে। প্রতিদিন রাতে পঞ্চগড় জেলা শহরসহ আশপাশের হাট-বাজারগুলোতে কম্বল নিয়ে ছুটে যাই। সাধ্যানুযায়ী এই কার্যক্রম চালু রাখার কথাও জানান তিনি।
এসএমটি