বীর মুক্তিযোদ্ধা অনীল বরাত রায়ের শেষকৃত্য সম্পন্ন
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
রাষ্ট্রীয় মর্যাদায় চট্টগ্রামের আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা অনীল বরাত রায় (৭০)’র অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে বিকালে চট্টগ্রামের মহাশ্মশান ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম ।
এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ৫৩ মিনিটে চট্টগ্রামের হালিশহরস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । দীর্ঘদিন যাবত তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী,এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।