মাদারীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন
আরাফাত হাসান, (মাদারীপুর) :
মহান স্বাধীনতার পঞ্চাশ বছরত জয়ন্তী উদযাপন করছেন মাদারীপুর জেলা প্রশাসন,জেলা পরিষদ, পুলিশ বিভাগ, জেলার বিচার বিভাগ, জেলা আওয়ামীলীগ,উপজেলা পরিষদ, পৌরসভাসহ নানা পেশার সংগঠন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে মাদারীপুর পুলিশ লাইন্স মাঠে ভোর ৬টায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
সকাল সাড়ে ৭টার দিকে মাদারীপুর জেলা আওয়ামীলীগের উদ্যোগে জেলা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। পরে মাদারীপুর জেলা প্রশাসনের আনন্দ র্যালী বের হয়ে জেলা স্টেডিয়ামে গিয়ে জেলা প্রশাসনের নানা কর্মসূচিতে অংশ নেয়। এসময় জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেন। পরে বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও ডিসপ্লেতে অংশগ্রহণ করেন।
এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধূরী, জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, সদর উপজেলা চেযারম্যান এ্যাড. ওবায়দুর রহমান খান, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেয়। মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অন্যদিকে সকাল ৮ টার দিকে আচমত আলী খান স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সবংর্ধনা জানানোসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে মাদারীপুরের জেলা প্রশাসক ডঃ রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুদ্দিন গিয়াসসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়াও মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদে বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।এতে প্রথমে আলোচনাসভা ও পরে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মহান স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছেন মাদারীপুর সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়াসহ জেলার সেচ্ছাসেবী সংগঠন।
বিকেলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সারাদেশে একযোগে ভার্চুয়ালি শপথ বাক্য পাঠ করানো এবং মাদারীপুর আসমত আলী খান স্টেডিয়ামে সর্বস্তরের জনগণ অংশ গ্রহণ করেন।
এছাড়া রাজৈর, কালকিনি, শিবচর, ডাসার উপজেলায়ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছেন। মসজিদ-মন্দিরে উন্নতমানের খাবার বিতরণ, দোয়া ও মিলাদেরও আয়োজন করা হয়।