শিরোনাম

South east bank ad

ভ্যাট প্রদান পদ্ধতি আরও সহজ করতে হবে : মেয়র টিটু

 প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, জনগণের দেওয়া ভ্যাট-ট্যাক্স এর সঠিক ব্যবহার রাষ্ট্র যদি নিশ্চিত করে তবে মানুষ ভ্যাট ট্যাক্স প্রদানে উৎসাহিত হয়। প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করেছেন। পদ্মাসেতু সহ দেশব্যাপী সব মেগা পরিকিল্পনার বাস্তবায়নই নিশ্চিত করে জনগণের অর্থের সঠিক ব্যবহার হচ্ছে।

ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২১ উপলক্ষে বুধবার বিকেলে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ময়মনসিংহের আয়োজনে সেমিনার ও জেলা পর্যায়ে সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন মেয়র টিটু।

মেয়র আরও বলেন, ভ্যাটের নেটওয়ার্ক বাড়াতে হবে, তৃণমূল পর্যন্ত ভ্যাট প্রদান সুবিধা পৌঁছে দিতে হবে। ইতোমধ্যে, ভ্যাট প্রদানে বিভিন্ন প্রতিবন্ধকতা ও অস্পষ্টতা দূর হয়েছে, অনলাইনে ভ্যাট প্রদান করা যাচ্ছে। তবে ভ্যাট প্রদান পদ্ধতিকে আরও সহজ করতে হবে। প্রয়োজনে বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামত নিতে হবে, সভা সেমিনারের আয়োজন করতে হবে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের অতিরিক্ত কমিশনার ও ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন কমিটির সভাপতি ড. মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কর অঞ্চলের যুগ্ম কমিশনার আশীষ কুমার সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ ও শেরপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের উপ-কমিশনার ও বিভাগীয় কর্মকর্তা সুশান্ত পাল। ময়মনসিংহ অঞলের ৫ জন সর্বোচ্চ ভ্যাটদাতাকে এ অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: