শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে জনতার ঢল
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ও রায়ের বাজার বধ্যভূমিতে জনতার ঢল নেমেছে।
শহিদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে কাক ডাকা ভোরে স্মৃতিসৌধ-বধ্যভূমিতে জনতার এ ঢল নামে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোর থেকেই শহিদ বুদ্ধিজীবীদের স্মৃতি বিজড়িত স্থান দুটিতে এমনই চিত্র দেখা গেছে।
বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন। এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ বুদ্ধিজীবীদের প্রতি তারা শ্রদ্ধা নিবেদন করেন।
আওয়ামী লীগসহ দেশের অন্যান্য রাজনৈতিক দলকে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গেছে।
এদিকে রায়ের বাজারের বধ্যভূমিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহিদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্তস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে আসা অনেকে বলেন, দেশ স্বাধীন হওয়ার মাত্র দুইদিন আগে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা একটি ন্যাক্কারজনক ঘটনা। একটি দেশের ভবিষ্যতকে অন্ধকারে ঢেলে দিতে পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়।
তারা বলেন, দেশে এখনো স্বাধীনতাবিরোধী শক্তি সক্রিয় রয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকে খর্ব করতে নানা সময় তারা অপতৎপরতা চালাচ্ছে। এ তৎপরতা রোধে আমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে, জানাতে হবে। এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরো এগিয়ে আসতে হবে। মুক্তিযুদ্ধের বিষয়গুলোকে আরো বেশি পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করতে হবে।