শিরোনাম

South east bank ad

চোরাচালান মামলায় একজনের যাবজ্জীবন

 প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

গোলাম মোস্তফা মুন্না, (যশোর):

যশোরে সোনা চোরাচালান মামলায় গতকাল সোমবার (১৩ ডিসেম্বর) দিলীপ বিশ্বাস নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও জরিমানার আদেশ দিয়েছে যশোরের একটি আদালত। স্পেশাল ট্রাইব্যুনাল ২ এর বিচারক মোস্তফা কামাল এক রায়ে এ সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত দিলীপ বিশ্বাস বেনাপোলের ৩ নম্বর ঘিবা গ্রামের নরেন বিশ্বাসের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট বিমল কুমার রায়। এসময় চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় দুইজনকে খালাস দিয়েছে আদালত।

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৯ সালের (১৩ নভেম্বর) বেলা ১১ টায় ৪৯ বিজিবির ই কোম্পানি ঘিবার সদস্যরা জিরো লাইনের ২২ নম্বর পিলারের পাস থেকে দৌড়ে পালাবার সময় দিলীপ বিশ্বাসকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কায়দায় গামছায় মোড়ানো দুইটি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি। দাম ১ কোটি ৮ লাখ ৮০ হাজার টাকা। এব্যাপারে বিজিবির হাবিলদার উবাইদুল্লাহ হক চোরাচালান দমন আইনে বেনাপোল পোর্ট থানা একটি মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় দিলীপসহ তিনজনকে আসামি করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা এসআই শফি আহম্মেদ রিয়েল। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি দিলীপের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম করাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। এ মামলার অপর আসামি একই গ্রামের আছের আলী ও মিন্নু হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বিচারক তাদের খালাস দিয়েছেন। সাজাপ্রাপ্ত দিলীপ বিশ্বাস কারাগারে আছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: