শিরোনাম

South east bank ad

তিন দেশ মিলে বাংলাদেশকে ১২ লাখ টিকা দিলো

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ে যৌথভাবে বাংলাদেশকে করোনাভাইরাসের ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে। টিকাগুলো কোভ্যাক্সের আওতায় পেয়েছে বাংলাদেশ।

আজ রোববার (১২ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভন লিন্ডা, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড ও নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন।

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়ার কাছে এসব টিকা হস্তান্তর করা হয়। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

টিকা হস্তান্তর অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত বলেন, ‘কোভ্যাক্স থেকে বাংলাদেশকে এসব টিকা দেওয়া হয়েছে। এ সহায়তা বাংলাদেশে টিকা কার্যক্রমে সহায়ক হবে। মহামারি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

এ সময় রাষ্ট্রদূত লিন্ডা জানান, দেশটি আগামী বছর জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশে বিনিয়োগ করার পাশাপাশি এ সংকট নিয়ে একসঙ্গে কাজ করবে।

সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত বলেন, ‘সবাই মিলে মহামারি মোকাবিলা করতে হবে। কাউকে বাদ দিয়ে মহামারি মোকাবিলা পুরোপুরি সমাধান সম্ভব হবে না। মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় পুরো বিশ্বকে একযোগে কাজ করতে হবে।’ এ সময় সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত জাতিসংঘ ফোরামে বাংলাদেশের সমর্থন চান।

নরওয়ের রাষ্ট্রদূত বলেন, ‘মহামারি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের টিকা কার্যক্রমে এ উপহার কাজে লাগবে। নরওয়ে মহামারি মোকাবিলায় শক্তিশালী ভূমিকা রাখতে চায়।’

স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ‘টিকা দেওয়ার জন্য তিন বন্ধু রাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি। মহামারির এ সময়ে টিকা সহযোগিতা তিন দেশের সঙ্গে সামনের দিনে আরও ভালো সম্পর্ক তৈরি করবে বলে আমি মনে করি।’

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: