শিক্ষার্থীরাই অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নেতৃত্ব দেবে : এসপি সুদীপ চক্রবর্তী
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী (বিপিএম) বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের সুনাগরিক। আমাদের কোমলমতি শিক্ষার্থীরাই মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ভিত্তিতে অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গঠনে নেতৃত্ব দেবে। আমাদের শিক্ষার মূল লক্ষ্য হবে অজস্র আলোকিত মানুষ তৈরি করা, যারা হবে সমাজের পথপ্রদর্শক।
পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রোববার (১২ ডিসেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদাৎ আলম ঝুনুর সভাপতিত্বে ফলাফল প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, ইয়াসমিন সুলতানা, রাহাতারা বেগম, মইনুল ইসলাম, রবিউল করিম, শামীমা সুলতানা, জীবনন্নেছা, ইবনুল হোসাইন, আতাউল গনি ওসমানী প্রমুখ। অনুষ্ঠানে ফলাফল ঘোষণা ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জনাব সুদীপ কুমার চক্রবর্তী।