দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোণার দুর্গাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার (১০ ডিসেম্বর ২০২১) সকালে পৌরশহরের প্রেসক্লাব মিলনায়তনে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন দুর্গাপুর-কলমাকান্দা আঞ্চলিক শাখার আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবস উপলক্ষে সকালে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভায় সংগঠনটির সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ রতন,মোঃ মন্জুরুল হক,আঃ রশিদ.হ্লদয় আহমেদ,এনসি সরকারসহ অনেকেই,এছাড়া উপস্থিত ছিলেন দিলোয়ার হোসেন তালুকদার,আঃ ওয়াহেদ সজন,ডা.মোঃ কামরুল ইসলাম,আঃ কুদ্দুছ বেলালী,হোসাইন আহাম্মদ হাসান,আফরিন জাহান বিউটি,শফিকুল আলম সজীব,মামুন অর রশিদ, দেলোয়ার হোসেন,রিফাত আহমেদ রাসেল,কালিদাস সাহা বাবু,মোছাঃ মানসুরা আক্তার। এই সময় বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার নিশ্চিতে আসক ফাউন্ডেশন দুর্গাপুর-কলমাকান্দা দুই উপজেলায় নিরলসভাবে কাজ করে যা্েচ্ছ। সুবিধা বঞ্চিত, অসহায়, নির্যাতিত মানুষের আইনি সহায়তা দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।