আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে বরগুনায় মানববন্ধন ও আলোচনা সভা
এম.এস রিয়াদ, (বরগুনা) :
"দুর্নীতির বিরুদ্ধে একসাথে; সবার অধিকার, সবার দায়িত্ব" শ্লোগান নিয়ে সারা দেশের ন্যায় বরগুনায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২১ উদ্যাপন করা হয়েছে।
দিনটি উপলক্ষে বরগুনা জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং দুপ্রক এর সহযোগিতায় মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন সকাল ১০ টার দিকে দুর্নীতির বিরুদ্ধে মুজিব অঙ্গনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়ানোর মাধ্যমে সকাল সাড়ে দশটার দিকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের দিন ব্যাপি কার্যক্রমের উদ্ধোধন করেন- আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস এর প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শুভ্রা দাস।
আলোচনা ও মানববন্ধনে জেলার সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা সহ উল্লেখযোগ্য নারী, সাধারন জনগণ ও প্রান্তিক জণগোষ্ঠীর স্বত:স্ফূর্ত অংশগ্রহণ দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার পদ সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- সনাক সভাপতি এডভোকেট মো. আনিসুর রহমান, দুদকের পটুয়াখালী সম্মানিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো: নাজমুল হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী।
দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি রফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম এম মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা এস.এম রফিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নাহার মুুন্নি, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন।
বরগুনার সনাক সভাপতি এডভোকেট মো. আনিসুর রহমান বলেন- বিশ্বব্যাপী দুর্নীতিবিরোধী আন্দোলনের পক্ষে জনসচেতনতা তৈরির জন্য জাতিসংঘ ৯ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ২০০৪ সাল থেকে প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের প্রায় সকল দেশেই দিবসটি গুরুত্বের সাথে পালিত হয়ে আসছে।
এরই অংশ হিসেবে বাংলাদেশ সরকারের দুর্নীতিবিরোধী অবস্থানকে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এবং বিশেষ করে সাধারণ জনগণের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ২০১৩ সাল থেকে ৯ ডিসেম্বর ‘আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস’কে সরকারিভাবে স্বীকৃতির ঘোষণার দাবি জানিয়ে আসছিলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এ প্রেক্ষিতে গত ১৭ সালের ১০ জুলাই মন্ত্রিসভায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসকে সরকারিভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।