জামালপুরে সাংবাদিকদের নিয়ে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের কর্মশালা
শামীম আলম, (জামালপুর) :
ভিটামিন এ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুকি কমান এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভিটামিন ' এ' প্লাস ক্যাম্পেইন ১১- ১৪ ডিসেম্বর ২০২১ উপলক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ডিসেম্বর) বিকালে বীর মুক্তিযোদ্ধা ডাঃ নজরুল ইসলাম সভা কক্ষে জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় বাস্তবায়নে জেলার সাংবাদিকদের নিয়ে জাতীয় ভিটামিন "এ"প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্দি দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ডেপুটি সিভিল সার্জন ডাঃ আবু আহম্মেদ শাফী, মেডিকেল অফিসার ডাঃ তাসমীম রুহী, জেলা তথ্য অফিসার শেখ মো, শহিদুল ইসলাম, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো,আনিছুর রহমান প্রমুখ।
বক্তারা জানান, বাংলাদেশের প্রস্তুত কারক কোম্পানি গ্লোব এর ক্যাপসুল জেলার ২১৩টি ওয়ার্ডে মোট ১হাজার ৬৯২টি কেন্দ্রে ৩লাখ ২১ হাজার ৮৭৯জন শিশুদের ভিটামিন-এ প্রদান করা হবে। এদের মধ্যে ৬ মাস বয়স থেকে ১১মাস এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে এক ডোজ খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাসের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চার দিন ব্যাপী এই ভিটামিন-এ ক্যাম্পেইনে জেলা কোন শিশু বাদ পরবে না বলে জানিয়েছেন।