গফরগাঁও ১৫ ইউনিয়নে নৌকা প্রাপ্তির দৌড়ে সাবেকদের জয়জয়কার
এইচ কবীর টিটো, (গফরগাঁও):
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন দৌড়ে নেমেছিলেন প্রায় শতাধিক প্রার্থী। সবার প্রত্যাশা ছিলো মনোনয়ন প্রাপ্তির চরমে। সব ঝাল পনা কল্পনার অবসান ঘটিয়ে ১৫ ইউনিয়নের ১৫ জনের নাম প্রকাশের পর উত্তেজনা একেবারেই কমে আসে। নৌকা প্রতীক বঞ্চিত প্রার্থীরা ক্ষোভ আর হতাশায় ডুবে গেলেন অনেকেই।দলীয় নেতা কর্মী ও সাধারণ মানুষের মাঝে নানা মত নানা পথের ব্যাখ্যা দিচ্ছেন রাজনৈতিক বিচক্ষণ ও জ্ঞানী হিসেবে।
নৌকা প্রতীক প্রার্থীদের মাঝে অনেকেই দাবী করছেন,দলের দুঃসময়ে আমিই ভূমিকা রেখেছি, আমিই যোগ্য ছিলাম,কিন্তু পাইনি। মনোনয়ন প্রাপ্তিতে গফরগাঁও উপজেলার ১৫ ইউনিয়নে সাবেক চেয়ারম্যান দের সংখ্যাই ১৫ ইউনিয়নে ১২ জন আর নতুন মুখ দুইজন রয়েছে বলে জানাযায়। আগেভাগে নতুন মুখের জয়জয়কার শোনা গেলেও শেষ রক্ষা হয়নি।
বঞ্চিত প্রার্থীদের সমর্থকরা বলছেন, তাদের প্রার্থীরা দারুণভাবে জনপ্রিয় এবং নির্বাচন করলে জয় সুনিশ্চিত। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাহিরে গেলে বিপদ জেনে পিছনে হটছেন।
পঞ্চম ধাপের গফরগাঁও উপজেলার ১৫টি ইউপি নির্বাচন হবে ৫জানুয়ারী। ইতিমধ্যেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
গত শনিবার (৪ ডিসেম্বর ) রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৫টি ইউনিয়নে নৌকা প্রতীক মনোনয়নপ্রাপ্তরা হলেন- রসুল ইউনিয়নে হাজ্বী মোঃ ছাইফুল আলম,বার বাড়ীয়া ইউনিয়নে মোঃআবুল কাশেম,চরআলগী ইউনিয়নে মোঃমাছুদুজ্জামান,সালটিয়া ইউনিয়নে মোঃ নাজমুল হক ঢালী, যশরা ইউনিয়নে মোঃ তরিকুল ইসলাম রিয়েল,রাওনা ইউনিয়নে মোঃ শাহাবুল আলম,মশাখালী ইউনিয়নে মোস্তফা কামাল খান,গফরগাঁও ইউনিয়নে মোঃ শামছুল আলম,পাঁচবাগ ইউনিয়নে মোঃ মাহবুবুল আলম,উস্থি ইউনিয়নে মোঃ নজরুল ইসলাম, লংগাইর ইউনিয়নে আব্দুল্লাহ আল আমীন বিপ্লব,পাইথল ইউনিয়নে মোঃ আক্তারুজ্জামান দত্তের বাজার ইউনিয়নে মোছা:রোকসানা বেগম,নিগুয়ারী ইউনিয়নে মোঃ তাজুল ইসলাম মৃধা ও টাংগাব ইউনিয়নে মোফাজ্জল হোসেন।