শিরোনাম

South east bank ad

সাম্প্রতিক জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

সাম্প্রতিক জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা নিয়ে শেরপুরে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৪ ডিসেম্বর ২০২১) সকালে পুরাতন গরুহাটি আরডিএস এর কনফারেন্স রুমে এ সভার আয়োজন করেন এডাব শেরপুর জেলা কমিটি।

আসুন জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হই এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

এডাব শেরপুর জেলা কমিটির সভাপতি ও আরডিএস এর নির্বাহী পরিচালক মো. নুরু উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য ও আসপাডা ময়মনসিংহের নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদ, এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. জসিম উদ্দিন প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, ইউপি চেয়ারম্যান আওলাদুল ইসলাম আওলাদ, জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, এনজিও প্রতিনিধি মোহসিনা আক্তার, সাজেদা পারভীন ঝিনুক, যুব প্রতিনিধি শুভংকর সাহা, প্রমুখ।

এসময় শেরপুরের বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং বিভিন্ন ইউপির চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বের বিভিন্ন দেশেই বিভিন্ন আকারে প্রকারে এটি ভয়াল থাবা বসিয়ে যাচ্ছে।বাংলাদেশ ও এর বাহিরে নয়। সাম্প্রতিক সময়ে এদেশেও ভয়াবহ জঙ্গি সন্ত্রাস আমরা প্রত্যক্ষ করছি যা হাজার বছরের সাম্প্রদায়িক সাংস্কৃতিক ভিত নাড়িয়ে দেয়ার উপক্রম করেছে। জাতি আজ শংকিত। ১৯৭৫সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর এদেশে সাম্প্রদায়িক রাজনীতির অনুপ্রবেশ হয়। মূলত সাম্প্রদায়িক রাজনীতির মাধ্যমে বীজ বপন হয় জঙ্গিবাদের। ফলশ্রুতিতে সৃষ্টি হয় জেএমবি, হরকাতুল জিহাদ ইত্যাদি। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় জঙ্গিবাদ এখন একটি অরোপিত অন্তরায়। তাই জঙ্গিবাদ নির্মূল এখন সময়ের দাবি।

বক্তারা আরো বলেন, বহুবছর থেকেই জঙ্গিবাদ নিয়ে আমরা সবসময় আতঙ্ক বিরাজ করি। জঙ্গিবাদ আসলে রাজনৈতিক গেইম বা কর্মসূচি। যেকোন সময় দেশে জঙ্গিকার্যক্রম হতে পারে এমন ভয় সাধারণ মানুষের মধ্যে বিদ্যমান। তাই এ সমস্যাকে মোকাবেলার জন্য সমাজি, রাজনৈতিক সাংস্কৃতিক ভাবে সমন্বিত জাতীয় কর্মসূচি বাস্তবায়ন প্রয়োজন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: