নাটোরে নসিমনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু
মো: রবিউল ইসলাম, (নাটোর):
নাটোরের গুরুদাসপুর উপজেলার নয়াবাজার এলাকায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় ছবিরন বেগম (৬৭) নামে প্যাডেল ভ্যানের যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (০৩ ডিসেম্বর) দুপুরে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছবিরন ওই উপজেলার চড়কাদহ গ্রামের মৃত কাশেম আলীর স্ত্রী।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, দুপুরের দিকে ছবিরন বেগম প্যাডেল ভ্যানে করে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার মারিয়া গ্রামে তার ভাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে নয়াবাজার এলাকায় আড়মারিয়া ব্রিজের কাছে এলে পেছন দিক থেকে একটি নসিমন ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে যাত্রী ছবিরন গুরুতর জখম হন।
এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি দেখে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।