রাজশাহী এডভোকেট বারের সভাপতি মোজাম্মেল সড়ক দুর্ঘটনায় নিহত
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এডভোকেট পারভেজ তৌফিক জাহেদী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ২৯ নভেম্বর সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন বার অ্যাসোসিয়েশনের সভাপতি মোজাম্মেল হক। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।