শিরোনাম

South east bank ad

রোগকে ঘৃণা করতে হবে রোগীকে নয় বিশ্ব এইডস দিবসে বরগুনা সিভিল সার্জন

 প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা):

এইডস কেবল যৌনসঙ্গমের কারনে নয়, মূলত এটি রোগীর ব্যবহৃত দ্রব্যাদি ব্যবহার করলেও ছড়ায়। তাই রোগীকে নয় বরং রোগকে ঘৃণা করতে হবে বলে মন্তব্য করেছেন বরগুনা সিভিল সার্জন ও বিশ্ব এইডস দিবসের আলোচনা সভার সভাপতি ডা.মারিয়া হাসান।

তিনি অনুষ্ঠানে উপস্থিত সকল নার্সিং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- আপনারা আজ শিক্ষার্থী, আগামীতে পূর্ণাঙ্গ নার্স হবেন। তাই আপনাদের দ্বারা কোন এইডস রোগী মনে ব্যাথা না পায়; সেদিকে লক্ষ্য রাখতে হবে।

"সমতার বাংলাদেশ এইডস ও অতিমারী হবে শেষ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে।

আজ বুধবার ( ১ ডিসেম্বর ২০২১) সকাল ১০ টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের হল রুমে বিশ্ব এইডস দিবস উপলক্ষে আলোচনা সভা করা হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহাম্মদ সালামত উল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম তারেক রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহাদাত হোসেন, জুনিয়র কনসালটেন্ট ডা. মাহবুবুর রহমান, ডা.ভূপেন চন্দ্র মন্ডল, ডা.সুব্রত ভৌমিক, প্রেসক্লাব সভাপতি জহিরুল হাসান বাদশা।

এসময় উপস্থিত ছিলেন- স্বাস্থ্য বিভাগ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও বরগুনা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: