রাজবাড়ীর কালুখালি ও বালিয়াকান্দি ইউপি নির্বাচনে বিজয়ী হলেন যারা
খন্দকার রবিউল ইসলাম, (রাজবাড়ী) :
রাজবাড়ীর কালুখালি উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে ৫টিতে নৌকা, ২টিতে স্বতন্ত্র প্রার্থীর জয় ও বালিয়াকান্দির ৭টি ইউনিয়নের মধ্যে ৪টিতে স্বতন্ত্র ৩টিতে নৌকার বিজয়ী।
বিজয়ীরা হলেন, কালুখালির উপজেলার রতনদিয়া ইউপিতে মেহেদী হাচিনা পারভীন নিলুফা (নৌকা), মাঝবাড়ীতে শরিফুল ইসলাম (নৌকা), মৃগীতে এম এ মতিন (নৌকা), সাওরাইলে শহিদুল ইসলাম আলী (নৌকা), বোয়ালিয়াতে রফিকুল ইসলাম (স্বতন্ত্র প্রার্থী)ম মদাপুর ইউপিতে মিজানুর রহমান ( মজনু) ( স্বতন্ত্র প্রার্থী), কালিকাপুর ইউনিয়নে আতিউর রহমান নবাব (নৌকা),
বালিয়াকান্দি উপজেলায় সদর ইউনিয়নঃ আলম বিশ্বাস(স্বতন্ত্র প্রার্থী),নবাবপুরে বাদশা আলমগীর(স্বতন্ত্র প্রার্থী),ইসলামপুরে আহম্মেদ আলী(স্বতন্ত্র প্রার্থী),নারুয়াতে জহিরুল ইসলাম( নৌকা),বহরপুর ইউনিয়নে রেজাউল ইসলাম(নৌকা), জামালপুর ইউনিয়নে বাবু (নৌকা), জঙ্গল ইউনিয়নে কল্লোল বসু(নৌকা)।