শিরোনাম

South east bank ad

নিজ বাড়িতে অবরুদ্ধ নৌকা প্রার্থী, নিজের ভোটও দিতে পারেননি : ভোট বয়কট

 প্রকাশ: ২৮ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ জামাল হোসেন, (বেনাপোল) :

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী ইলিয়াস কবির বকুল ভোটের দিন রোববার (২৮ নভেস্বর) সকাল থেকে নিজ বাড়িতে অবরুদ্ধ ছিলেন। বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আব্দুল খালেকের সমর্থকরা অবরুদ্ধ করে রাখায় নিজের ভোটটিও দিতে পারিনি বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন ওই প্রার্থী।

নৌকার প্রার্থী ইলিয়াছ কবির বকুল অভিযোগ করে বলেন, নির্বাচনের আগের দিন রাতে স্বতন্ত্র প্রার্থীর ক্যাডাররা আমাকে নানা ভাবে হুমকি ধামকি দিয়েছে। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। পুলিশ উল্টো আমার লোকজনকে মারপিট করেছে। আমি বাসা থেকে বের হতে পারিনি। নৌকা প্রতীকের প্রার্থী হয়েও নিজের ভোটটি পর্যন্ত দিতে পারেনি। স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক ধাবক বিএনপি জামায়াতের সহযোগীতায় ভোট কেন্দ্র দখল করে জাল ভোট প্রয়োগ করছেন। তাদের সহযোগীতা করছেন পুলিশ। প্রানের ভয়ে বাসায় অবরুদ্ধ রয়েছেন তিনি। ভোট কেন্দ্র থেকে তার পুলিং এজেন্টদের মারপিট করে বের করে দেয়া হয়েছে। বসতপুর কলোনী কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার লোকজনের উপর হামলা করে ৪ জনকে গুরুতর জখম করেছে।

এসব কারনে তিনি এ নির্বাচন বয়কট করেছেন। রোববার দুপুরে নিজ বাড়িতে সাংবাদিকদের কাছে ভোট বয়কটের ঘোষণা দেন তিনি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: