সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতকালীন চিত্র প্রদর্শনী
আব্দুর রহমান, (নেত্রকোনা):
মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নেত্রকোণা সরকারি কলেজের আয়োজনে সপ্তাহব্যাপী শীতকালীন চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৪ নভেম্বর ২০২১) সকালে নেত্রকোণা সরকারি কলেজে মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক আরজ আলী কেন্দ্রীয় লাইব্রেরিতে চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।
প্রদর্শনীতে কলেজে অধ্যয়নরত এগারো জন শিক্ষার্থীর আঁকা চিত্র প্রদর্শিত হচ্ছে।
উদ্বোধন অনুষ্ঠানে কলেজের সহযোগী অধ্যাপক গোলাম মোস্তফার সঞ্চালনায় অধ্যক্ষ মোঃ নূরুল বাসেতের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মোঃ আব্দুল মতিন ভুঞা, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক দীপঙ্কর কুমার সরকার। এসময় প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।