দেড় যুগ পর হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জের কাশিয়ানীতে সোনা মিয়া হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বিজ্ঞ আদালত। এ মামলার আরো ৫ আসামীকে খালাস দেয়া হয়।
গতকাল মঙ্গলবার (২৩ নভেম্বর ২০২১) বিকালে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত দায়রা জজ মো: আব্বাস উদ্দীন এ রায় ঘোষনা দেন। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, কাশিয়ানী উপজেলার চরভাট পাড়া গ্রামের মৃত বাকা শেখের ছেলে মো: বাদশা শেখ, জামায়েত শেখের ছেলে লেবু শেখ ও মো: গোরাই মুন্সীর ছেলে মো: তোতা মুন্সী।
আদালত সূত্রে ও মামলার বিবরনে জানাগেছে, ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে কাশিয়ানীর সোনা মিয়াকে পূর্ব পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়। দীর্ঘ শুনানী শেষ ১৮ বছর পর হত্যা মামলার আসামী মো: তোতা মুন্সী, লেবু শেখ ও মো: বাদশা শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান ও প্রত্যেকে ১০ হাজার টাকা জমিমানা করেন বিজ্ঞ আদালতের বিচারক। এ মামলার রায় চলাকালে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা পলাতক ছিলেন। এ মামলার অপর ৫ আসামী বেলায়েত হোসেন, পটু শেখ, মো: নজরুল ইসলাম, মো: লিয়াকত শেখ ও হাবিল শেখকে বেখসুর খালাস দেয়া হয়। মামলায়টি সরকার পক্ষে এপিপি মো: শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে ফজলুল হক খান ও মো: আবু তালেব শেখ পরিচালনা করেন।