বগুড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার সারিয়াকান্দিতে নিজ জমির সেচ যন্ত্রের বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
রফিকুল উপজেলার সদর ইউনিয়নের দীঘলকান্দি গ্রামের সোলেমান মন্ডলের ছেলে।
রোববার (২১ নভেম্বর) সকাল ১০টায় রফিকুল বাড়ির পাশের নিজ জমিতে কাজ করতে গেলে এ দুর্ঘটনাটি ঘটে। পরে তার বাড়ির লোকেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। দীঘলকান্দি গ্রামের স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বাবু বিষয়গুলো নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, রফিকুল সকালে বাড়ির পাশে তার নিজ জমিতে কাজ করতে গিয়েছিলেন। সেচ যন্ত্রের তার ছিঁড়ে জমিতে পড়েছিল ও তার বিদ্যুতায়িত হয়েছিল। কিছু বুঝতে না পেরে রফিকুল হাত তারে স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্টে মারা যান।